Sera Upohar নাম করনের ক্ষেত্রে কিছু কারন আপনাদের জানাতে চাই, সেটা হলো: আমাদের কলেকশনে কোন র্যানডম উপহার বা গিফট আমরা রাখবোনা, একেবারে বাছাইকরা উপহার দিয়ে আমাদের স্টোর সাজাতের চাই যার কারনে আমাদের কালেকশনের প্রায় সব প্রোডাক্ট আপনাকে টাচ করতে পারবে।
আগেই আপনি জেনেছেন সহজলোভ্য পণ্যগুলো আমাদের লিস্টে রাখবোনা তাই ইউনিক প্রোডাক্টগুলোর একটা ভাল সমাহার তৈরী করতে আমরা হ্যান্ডমেড বা ক্র্যাফটিং প্রোডাক্টগুলোকে বেশি প্রাধান্য দিবো আর এজন্যই এই চেষ্টার নাম দিয়েছি সেরা উপহার। আমাদের কালেকশনের মধ্যে সব চেয়ে বেশি প্রাধান্য পাবে- হোয়াইট সিমেন্ট, বাঁশ ও বেত, পাটজাত এবং এধরনের হ্যান্ডিক্র্যাফট জাতীয় পণ্যগুলো।
বাংলাদেশের কুটির শিল্পকে আরো বেশি বেগবান ও উৎসাহিত করতে আমাদের এই ছোট প্রয়াস। আমাদের দেশের কুটির শিল্পের মান এখন অনেক উন্নত। এদেশের তৈরী কুটির শিল্পের পণ্যগুলো এখন সারা বিশ্বে রপ্তানী হচ্ছে। যেসব টপ কোয়ালিটির পণ্য বিদেশে রপ্তানী হচ্ছে সেগুলো দিয়েই আমাদের এই স্টোর সজ্জিত হচ্ছে।
এসব চিত্তার্কষক পণ্যগুলো আপনার ঘরের সৌন্দর্যকে নতুন ডাইমেনশন দিবে এবং সেই সাথে আপনার রুচির মধ্যে যে বিশাল একটা ইউনিকনেসস আছে সেটাও আপনার অতিথিদের কাছে প্রেজেন্ট করবে।
অতএব, এখন আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন কেন আমাদের পণ্যগুলো আপনার কাছে, আপনার বন্ধুদের কাছে অথবা যে কারোর কাছে সেরা উপহার হিসেবে বিবেচিত হবে।